269
মেহেরপুরে বিএনপি’র কালো পতাকা মিছিল
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপির বোসপাড়াস্থ কার্যালয়ের সামনে থেকে একটি কালো পতাকা মিছিল বের করা হয়।
মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করে।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে মাসুদ অরুন বলেন, এই স্বৈরাচারী সরকারের কাছ থেকে জনগণকে মুক্তির জন্য আমাদের আন্দোলন চলমান রয়েছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগন ঘরে ফিরবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।