মেহেরপুরে বিএনপির পদযাত্রা
এম চোখ ডটকম,মেহেরপুর:
বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে মেহেরপুরে পদযাত্রা করেছে জেলা বিএনপি। আজ সকাল ১১ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরতান ঈদগাহ মাঠের সামনে থেকে পদযাত্রাটি বের করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি আলমগীর খান ছাতু, সহসভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মেহ্পেুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা পদযাত্রায় অংশ নেয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পদযাত্রার আগে ঈদগাহ ময়দানের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সাবেক এমপি মাসুদ অরুণ বলেন, এখন বিএনপির একটিই দাবি, সরকারের পদত্যঠস ও বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে সুচিকিৎসা প্রদান করুন। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি না দিলে সেপ্টেম্বর মাস থেকে তীব্র আনন্দোলনের মাধ্যমে এ মসনদ থেকে সরকারকে নামানো হবে।