335
মেহেরপুরে বিএনপি’র পদযাত্রায় নেতাকর্মীদের ঢল
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার বেলা ১১ টার সময় মেহেরপুর শহরের পুরনো ঈদগাহের সামনে থেকে শুরু হয় এ পদযাত্রায় নেতাকর্মী দের ঢল নামে।
পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ সভাপতি জাভেদ মাসুদ মিলটন ও আলমগীর খান ছাতু ,পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয় নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেযন নেতাকর্মীরা। পদযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ করে ছহীউদ্দিন ডিগ্রী কলেজের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।