208
এম চোখ ডটকম, মেহেরপুর ঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ বেলা ১০:০০ টার সময় মেহেরপুর শহরের গোহাট সংলগ্ন স্থান থেকে পদযাত্রাটি শুরু হয়। এ সময় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আসাদুজ্জামান বাবলু সহ থানা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ। পদযাত্রায় বিএনপির কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠন যোগ দেয়। এর পূর্বে গো হা ট এর সামনে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি , সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।