210
এম চোখ ডটকম,ডেস্ক: ১০ দফা দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাথুলি বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাসুদুরুন বলেন, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বেগম খালেদা জিয়ার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ সকল নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে দেন তিনি।
বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশ নেয়।