মেহেরপুরে বিএনপির র্যালি ও সমাবেশ
এম চোখ ডট কম, মেহেরপুর :
প্রতিষ্ঠা বার্ষিকির অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার এই শ্লোগানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এ কর্মসুচী পালন করে জেলা বিএনপি।
আজ শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে কলেজ মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলী বাসস্টান্ডে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। এর আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা বর্তমান সরকারকে পদত্যাগ করে তত্ত¡াবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।
বিভিন্ন এলাকা থেকে আসা নেতা কর্মীরা স্লোগানে স্লোগানে এ কর্মসুচীতে অংশ নেয়।