মেহেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন
এম চোখ ডটকম,মেহেরপুর:
’তামাক নয়-খাদ্য ফলান” এই প্রতিপাদ্যে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বুধবার সকাল ১০ টার সময় জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্তি জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়াও আলাচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো: সাইফুজ্জামান, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুজ্জামান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শফিউদ্দীন, আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তৌহিদ উদ দৌলা রেজা, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।