মেহেরপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী
এম চোখ ডট কম, ডেস্ক:
দেশে অশান্ত ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বিরুদ্ধে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ ডঃ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শিক্ষকরা।
এ সময় বক্তরা বলেন, দেশে এখনও অরাজকতা সৃষ্টির পায়তারা করছে একটি গোষ্ঠি। ছাত্র সমাজ সজাগ রয়েছে। তাদের যেকোন অপচেষ্টা রুখে দেওয়া জন্য রাজপথে থাকবে শিক্ষার্থীরা।
বেশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক মুঈজ খন্দকার, শিক্ষার্থী হাসনাত জামান সৈকত, প্লাবন শেখ সহ বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূছীতে বক্তব্য রাখেন।