302
মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে চেক বিতরণ
এম চোখ ডট কম,মেহেরপুর: মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় চেক বিতরণ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩০ জন ভিক্ষুকের মাঝে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম। এ সময় সদর উপজেলার ১০ জন, মেহেরপুর পৌরসভা ১৩ জন ও মুজিবনগর উপজেলার সাতজন ভিক্ষুকের মাঝে ১৫ লক্ষ ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস , জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলে রাব্বি সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। চেক বিতরণের পূর্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন মন্ত্রী। এ সময় ভিক্ষুক মুক্ত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।