মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
এম চোখ ডট কম, ডেস্ক : মেহেরপুর জেলার শিশুদের খাওয়নো হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল। জাতীয়- ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে সারা দেশে আজ সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আজ রোববার সকালে মেহেরপুর জেলার ক্যাম্পেইনরে উদ্বোধন করেন মেহেরপুর জেলা সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী। জানা গেছে মেহেরপুর জেলার তিনটি উপজেলায় মোট ৪৭৭টি কেন্দ্র্রে ৬৮হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২৪৭ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৪১০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। । এক সময় ভিটামিন ‘এ’ ক্যাপসুলের অভাবে রাতকানা রোগে আক্রান্ত হতো শিশুরা। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর সেটা অনেকটা কমে গেছে। তবে অসুস্থ বা ৪ মাসের মধ্যে কেউ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলে তাকে পুনরায় খাওয়ানো যাবে না। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানান চিকিৎসকরা।