মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা
এম চোখ ডটকম,মেহেরপুর:
বিস্ফোরক জাতীয় দ্রব্য গ্যাস সিলিন্ডার মজুদ রাখার শর্ত ভঙ্গের কারনে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানি পৃথক দুটি অভিযানে এ জরিমানা আদায় করেন।
প্রতিষ্ঠান দুটি হচ্ছে- মেহেরপুর লর্ড মার্কেটের যমুনা ডিলার সবুজ এন্টারপ্রাইজ ও কেশব পাড়ার আগরওলার এন্টারপ্রাইজ।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট গোলাম রব্বাানি জানান, বিস্ফোরক জাতীয় দ্রব্য গ্যাস সিলিন্ডার মজুদ রাখার শর্ত না মানায় বিস্ফোরক জাতীয় দ্রব্য আইন ১৮৮৪ ধারা অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টীম।