মেহেরপুরে মসজিদের রাস্তার দাবিতে সংবাদ সম্মেলন
এম চোখ ডটকম,মেহরেপুর: মেহেরপুর সদর উপজেলার আমদহ বড় মসজিদগামী রাস্তা নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আজ বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা বিভাগীয় ব্যবস্থাপক রুবাইয়াত হাসান, বাংলাদেশের রাজনৈতিক ফেলো হিরন, সাগর, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও রাজনৈতিক ফেলো আলমগীর হোসেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও রাজনৈতিক ফেলো ইব্রাহিম আলী, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমূখ। সংবাদ সম্মেলণে দাবি করেন মেহেরপুর সদর উপজেলা আমদহ গ্রামের বড় মসজিদগামী রাস্তাটি নির্মাণের প্রয়োজন। যে রাস্তা দিয়ে গ্রামের অধিকাংশ লোকজন চলাচল করে। রাস্তাাটি গ্রামের মুসল্লী শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ যাতায়াত করে। কিন্তু বর্ষার সময়ে মাটি-কাদায় বর্তমানে রাস্তাটিতে চলাচলের অনুউপযোগী হয়ে পড়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নিকট রাস্তাাটি দ্রæত নিার্মণের আবেদন করা হয়।