215
মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত
এম চোখ ডটকম,মেহেরপুর: : যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে আজ সূর্যদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক শামীম হাসান। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার এস এম নাজমুল হক। এরপর একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিভিল সার্জন অফিস, জেলার শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮ টা ১৫ মিনিটে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ওর শরীরচর্চা প্রদর্শনী।