187
মেহেরপুরে মহান মে দিবস পালিত
এম চোখ ডট কম, মেহেরপুর : নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান মে দিবস। দিনটি উপলক্ষে আজ সকাল ১০ টার দিকে মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ডের সামনে থেকে মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা একটি শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটির নেতৃত্ব দেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেয়। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন আলাদা আলাদা শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।