মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক রুহুল আমিন নিহত
এম চোখ ডটকম,মেহেরপুর:
মেহেরপুর-তেরঘরিয়া সড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক রুহুল আমিন (৫৬) নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে ঐ সড়কের ফতেপুর নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। সে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শোলমারি গ্রামের মৃত চাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে শহরের কাজ শেষ করে রুহুল আমিন তার বাড়ি শোলমারির উদ্দ্যেশ্যে রওনা দেয়। মেহেরপুর-তেরঘরিয়া সড়কের ফতেপু গ্রামের ইটভাটার কাছে পৌঁছালের বীপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হয় মোটরসাইকেল চালক রুহুল আমিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।