মেহেরপুরে যুব নারী সমাবেশ
এম চোখ ডট কম, মেহেরপুর :
সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মেহেরপুরে জেলা যুব মহিলালীগ যুব নারী সমবেশ করেছে । শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে শহীদ সামসুজ্জোহা পার্কে জেলা যুব মহিলালীগ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি সৈয়দ মৌনালিসা। সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি তোকলিমা খাতুন।
সমাবেশে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সড়ক, বিদ্যুৎ, ব্রীজ, কালভার্ট ও শিক্ষাক্ষেত্রে অবকাঠামো নির্মান থেকে শুরু করে সবক্ষেত্রেই গেল ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে এই বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে গ্রামগুলো পরিনত হয়েছে শহরে। কমেছে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের উপদ্রব। এই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
সমাবেশে হাজারো যুব নারী কর্মীরা অংশগ্রহণ করে।