মেহেরপুরে র্যাবের অভিযানে চার কেজি গাঁজা উদ্ধার
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর কলোনিপাড়ায় অভিযান চালিয়ে ৪.২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। অভিযানের সময় পালিয়ে যাওয়া চার মাদক ব্যবসায়ীর নামে মামলা করা হয়েছে। বুধবার ৫টার দিকে র্যাব-১২ সিপিসি ৩ গাংনী ক্যাম্পের এক অভিযানে এ গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব সুত্রে জানা গেছে, গাংনী র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামানের নেতৃত্বে শ্যামপুর গ্রামের মাঠে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ৪.২ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায় কয়েকজন মাদক ব্যবসায়ী। র্যাব নিশ্চিত হয় যে, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মাঠপাড়ার এমাজ উদ্দীনের ছেলে মারত মন্ডল (৪০) ও শ্যামপুর গ্রামের মোহনের ছেলে রাকিবুল ইসলাম ওরফে ড্যানি ও তাদের অজ্ঞাত দুই সহযোগী। পালিয়ে যাওয়া এ চারজনের নামে গাঁজা পাচারের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব।