326
মেহেরপুরে ২৭ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়। আটককৃত হলো, মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের স্কুলপাড়া সাদের খানের ছেলে আশরাফ আলী(৪৫) । সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মোঃ গোলাম ফারুক জানান, মেহেরপুর- মুজিবনগর উপজেলার বামনপাড়া মোড় টাকা দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ একটি দল অভিযান চালিয়ে ২৭ গ্রাম হেরোইনসহ আশরাফ আলীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে। আটককৃত আশরাফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।