এম চোখ ডটকম,মেহেরপুর: : মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘনকাবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নিউ সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক কাদের মিয়া সহ কর্মকর্তা বৃন্দ। একে একে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা বৃন্দ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের আব্দুস সালাম, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
193
মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
previous post