419
এম চোখ ডটকম, মেহেরপুর: শহীদ রিপন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর ঈদগাহ পাড়া এলাকায় যু্ব সমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ঈদগাহ পাড়া যুব সমাজের সভাপতি সজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান, কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, দারিয়াপুর সরকারি কলেজের প্রভাষক ওহিদুর রহমান, আওয়ামী নেতা ইয়ারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয়রা। এই নাইট ক্রিকেট টুর্নামেন্টে ৩২টি টিম অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় নেপালী ক্রিকেট একাদশ বনাম সিএ৭ ক্রিকেট একাদশ অংশ গ্রহণ করে।