মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এস.এস.সি পরীর্ক্ষাথী নিহত, আহত-২
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর শহরের কায়েম কাটার মোড়ে দুটি মোটর সাইকলেরে মুখোমুখি সংর্ঘষে এসএস সি পরীক্ষার্থী বাইজদি হোসন (১৬) নিহত হয়েছে। নিহত বাইজিদদ মেহেরপুর সদর উপজেলার মোনোহরপুর গ্রামরে প্রবাসী ইসরাফলি হকরে ছলে।
এ ঘটনায় আহত হয় মোকাদ্দেস (১৬)ও শ্রাবন (১৬) নামের আরো দুই এস.এস.সি পরীক্ষার্থী। আহত মোকাদ্দেসের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার।
আজ দুপুর দেড়টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, মেহেরপুরে প্রাইভেট পড়া শেষে দুপুরের দিকে একটি মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দ্যেশে রওনা দেয় বাইজিদ হোসেন ও শ্রাবন। শহরের কায়েম কাটার মোড়ে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা মোকাদ্দেসের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে বাইজিদ ছিটকে পড়ে যায় সড়কের পাশে। ঘটনাস্থলেই নিহত হয় সে। এ ঘটনায় আহত হয় মোকাদ্দেস ও শ্রাবন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মোকাদ্দেসের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।