মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় অষ্টম শ্রেণীর ছাত্র নিহত
এম চোখ ডটকম,মেহেরপুর:
মেহেরপুরে পাওয়ারট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাওন নামের এক অষ্টম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু সৌরভ। আজ সকাল সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাওন শোলমারী গ্রামের পাঠান পাড়ার আশারফের ছেলে ও আহত সৌরভ একই গ্রামের জিব্রাইল হোসেনের ছেলে।
কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা জানান, সকালে দুই বন্ধু মিলে একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। মোটরসাইকেল চালাচ্ছিলেন শাওন, তার পিছনে বসে ছিলেন তার বন্ধু সৌরভ। সদর উপজেলার শোলমারী-মেহেরপুর সড়কের তেরঘরিয়া গ্রামের বিলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরতর আহত হয় শাওন ও সৌরভ। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। শাওনের অবস্থা আশঙ্কজনক হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহাী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার পথে পাবনা জেলায় পৌঁছালে শাওনের মৃত্যু হয়। বিকেল তিনটার দিকে শাওনের লাশ শোলমারী গ্রামের পাঠান পাড়ায় এসে পৌঁছায়। এদিকে সৌরভ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন, পারিবারিক সমঝোতায় লাশের ময়নাতদন্ত ছাড়ায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।