মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
এম চোখ ডটকম,মেহেরপুর:
মেহেরপুরে মাইক্রোবাস ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে সবুজ (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। আজ দুপুর একটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গোপালপুর গ্রামে মাঝখানে এ দূর্ঘটনা ঘটে। সে সদর উপজেলার গোপালপুর গ্রামের বাগানপাড়ার কাশেমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সবুজ তার ভ্যান সবজি নিয়ে মদতনাডাঙ্গা গ্রাম থেকে গোপালপুরের দিকে আসছিলো। ভ্যানটি গোপালপুর-মদনাডাঙ্গা গ্রামের মাঝামাঝি পৌঁছালে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া একটি দ্রæতগামী মাইক্রোবাস মুখোমুখি ধাক্কা দিয়ে কুষ্টিয়ার দিকে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সবুজকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার স্বজনরা লাশটি নিয়ে নিজ গ্রামে চলে যায়।
ওসি আরো জানান এখন পর্যন্ত থানায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। থানায় অভিযোগ পেলে লাশটি ময়না তদন্তের সীদ্ধান্ত নেয়া হবে।