এম চোখ ডটকম,গাংনী:
মেহেরপুরের বামন্দী-তেঁতুলবাড়ীয়া সড়কে গাছ ফেলে তিন ঘন্টা ধরে ডাকাতি করেছে একদল সশ্রস্ত্র ডাকাত। গত রাত সাড়ে এগারটা থেকে আড়াইটা পর্যন্ত এ ডাকাতি সংঘঠিত হয়। ডাকাতদল পথচারীদের কাছ থেকে নগদ প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বামন্দী পুলিশ ক্যাম্পের অদূরে পুলিশ বক্সের সামনে সড়কের পাশে অবস্থান নেয় ডাকাতরা। সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে পথচারীদের থামতে বাধ্য করে। এসময় মোটরসাইকেল, ট্রাক ও স্যালো ইঞ্জিন চালিত যানবাহন আটকে এর চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে নগদ টাকা ছিনিয়ে নেয়। পথচারীদের ব্যবহৃত সোনার গয়না ছিনিয়ে নেয়। ঘন্টা তিনেক ডাকাতের তাণ্ডবের পর ঘটনাস্থলে পৌছায় পুলিশ। এসময় পালিয়ে যায় ডাকাতরা।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গাংনীতে সড়কে গাছ ফেলে ডাকাতি
169
previous post