এম চোথ ডটকম,মেহেরপুর: : মেহেরপুরে হারিয়ে যাওয়া ৫৪টি মোবাইল ও বিকাশে প্রতারণার ২৮ হাজার টাকা আসল মালিকের কাছে ফিরিয়ে দিলো পুলিশ। আজ বারোটার দিকে পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার রাফিউল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম , ডিবি ওসি সাইফুল ইসলাম সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। বিগত সময়ে জেলার ৩ থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির ভিত্তিতে মোবাইল গুলো উদ্ধার করা হয়। পুলিশের সাইবার ক্রাইম সেল এর সহযোগিতায় উদ্ধারকৃত মোবাইল গুলো নিজ মালিকের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন সময়ে প্রতারণার শিকার হয়ে বিকাশে হারানো ২৮ হাজার টাকাও ফিরিয়ে দেওয়া হয়। হারানো মোবাইল গুলোর মধ্য সদর থানার ৩৫ টি, গাংনী থানার ১৯টি এবং মুজিবনগর থানার ২টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও ৪ জনের বিকাশের টাকা উদ্ধার করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানাই পুলিশ সুপার।মোবাইল হারানো ও টাকা পেয়ে খুশি সুবিধাভোগীরা।
মেহেরপুরে হারিয়ে যাওয়া মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার করে দিলো পুলিশ
339
মেহেরপুরে হারিয়ে যাওয়া মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার করে দিলো পুলিশ
previous post