মেহেরপুরের চোখ ডটকম: মেহেরপুরে ১১ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যা ব। রবিবার সন্ধ্যার দিকে গাংনী র্যাইব ১২ এর একটি টীম তাদের আটক করে। আটককৃত হলো, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়ার আব্দুর সাত্তারের ছেলে শাহিন(১৯), একই গ্রামের পশ্চিমপাড়ার ইসরাফিলের ছেলে রাকিবুল(৩২)। সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক জানান, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতাগামী পাকা রাস্তার দক্ষিণ যাদবপুর এলাকার ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরোইনসহ শাহিন ও রাকিবুলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ এক হাজার একশত টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুরে হেরোইনসহ আটক দুই
313
previous post