মেহেরপুরে হেরোইনসহ দেবর ভাবি আটক
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরে হেরোইনসহ দেবর ভাবিকে আটক করেছে ডিবি। মাদক মামলায় আটক হয়ে জেল হাজতে রয়েছেন স্বামী। তবুও হেরোইন ব্যবসা ছাড়তে পারেনি স্ত্রী। দেবরকে সাথে নিয়ে চালিয়ে যাচ্ছিলেন মাদক ব্যবসা। কিন্তু ডিবি পুলিশের চোখ এড়ায়নি। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে শামীম খাঁ (৪০) ও তার ভাবি শাহনাজ বেগম (৪৬)।
শাহনাজ বেগমের স্বামী রায়হান খাঁ মাদকের মামলায় আটকের পর মেহেরপুর জেলা কারাগারে হাজতবাসে রয়েছে।
অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি এসআই অজয় কুমার কুন্ডু। এএসআই বিশ^জিত সরকার ও এএসআই মাহতাব উদ্দীনসহ ডিবি সদস্যদের নিয়ে তিনি এ সফল অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে স্টেডিয়াম পাড়ায় শামীমের বাড়িতে অভিযান চালায় ডিবি। অভিযানে শামীম ও তার ভাবী শাহনাজকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তাদের নামে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে শুক্রবার তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে সদর থানা সুত্রে জানা গেছে।
ডিবি সুত্রে জানা গেছে, রায়হান ও শামীমের পরিবার এলাকায় মাদক পরিবার হিসেবে পরিচিত। তাদেরকে মাদক সম্রাট হিসেবেই চেনে এলাকার মানুষ। এই পরিবারের সকল সদস্য মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। শামীমের বিরুদ্ধে মাদকের আরও ৫টি মামলা রয়েছে। আজকের এই মামলার মাধ্যমে তার নামে মামলার সংখ্যা দাঁড়ালো সাতে।
আরও পড়ুন