মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ একজন আটক
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রাম থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ সুমন আলী (২০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযান দল তাকে আটক করে।
আটক সুমন আলী মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী বুড়িপোতা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।
ডিবি সুত্রে জানা গেছে, ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ইন্সেপেক্টর আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় রাজাপুর গ্রামের ইটভাটার সামনে থেকে সুমনকে ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশের ওই অভিযান দলটি।
সুমনের নামে মামলাসহ মেহেরপুর সদর থানায় সোপর্দ করেছে ডিবি। ওই মামলার আসামি হিসেবে আজই তাকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করবে পুলিশ।