২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে দোয়া মাহফিল
তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর: শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগষ্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে নিহতদের স্বরণে স্বরণসভা ও দোয়া মাহফিল করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ। সোমবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়। ভার্চ্যুয়ালী যুক্ত থেকে সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন, যুব ও ক্রিড়া সম্পাদক শ্বাশত নিপ্পন চক্রবর্তী, সদস্য ও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান খান জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন ও জেলা ছাত্রলীগের লীগের সভাপতি আব্দুস সালাম বাধঁন। অন্যদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন, এপিপি কাজী শহীদুল হকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।