মেহেরপুরে ৯শ পিস ইয়াবাসহ আটক-২
এম চোখ ডট কম, মেহেরপুর:
মেহেরপুর শহরের হোটেলবাজারের ফীন টাউরের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন সদর পুলিশ ফাড়ি ইনচার্য মোঃ আশরাফ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৯শ পীচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো চট্রগ্রাম জেলার ভুজপুর থানার মৃত আবুল কাশেমের ছেলে দোলায়ার হোসেন (৩২) ও হাবিবুর রহমানের ছেলে হারুরনুর রশীদ (৪০)।
সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, পূর্বাশা পরিবহনে কয়েকজন মাদক ব্যবসায়ী ঢাকা থেকে ইয়াবা নিয়ে মেহেরপুরের আসছে। এমন সংবাদের ভিত্তিতে শহরের ফীন টাউরের সামনে অবস্থান নেয় সদর থানা ফাড়ি ইনচার্য মোঃ আশরাফের নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশের একটি দল। রাত সাড়ে ১১ টার দিকে পূবাশা পরিবহনটি ফীন টাউরের কাছে পৌঁছালে গাড়িটি তল্লাশী শুরু করে পুলিশের ঐ দলটি। এ সময় বাসে থাকা দেলোয়ার হোসেন ও হারুনর রশীদকে আটক করে পুলিশ। পরে তাদের ব্যাগ ও শরীর তল্লাশী চালিয়ে সাড়ে ৯শ পীচ ইয়াবা উদ্ধার করা হয়। দুপুরে উভয়ের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।