Table of Contents
মেহেরপুর আবহাওয়া
মেহেরপুর জেলার আবহাওয়া আপডেট পাবেন নিয়মিত। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জেলা হচ্ছে মেহেরপুর। যা খুলনা বিভাগের অন্তর্গত। বাংলাদেশের প্রথম সরকারের শপথভূমিখ্যাত ঐতিহাসিক মুজিবনগরের গৌরবময় ইতিহাস সম্মৃদ্ধ জেলা মেহেরপুর। সাগর থেকে অনেক দূরে সমতল এলাকা তাই এই জেলায় প্রাকৃতিক দুর্যোগও কম। তবে বেশি শীত আর তীব্র গরম অনুভূত হয় কোন কোন মাসে। এ লেখার মাধ্যমে আপনারা মেহেরপুর আবহাওয়া আপডেট জানতে পারবেন।
আবহাওয়া কি
ধরুন আপনি একটি শহরে বা গ্রামের কোন এলাকায় বসবাস করেন। সেই এলাকার স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থাকেই আবহাওয়া বোঝায়। আবহাওয়া হচ্ছে নিয়মিত পরিবর্তনশলী।
অপরদিকে বায়ুর তাপ, চাপ, আদ্রতা, বৃষ্টিপাত, ইত্যাদির ৩০-৩৫ বছরের যে সাধারণ অবস্থা থাকে তাকে জলবায়ু বলা হয়ে থাকে।
প্রতিদিনের তাপমাত্রা ও বৃষ্টিপাত ক্রিয়াকলাপকে আবহাওয়া বলে আর এই ক্রিয়াকলাপের দীর্ঘ সময়ের অবস্থানকে জলবায়ু বলে।
বিজ্ঞানের উন্নতির যুগে আবহাওয়ার তথ্য নিয়ে মানুষ উপকৃত হচ্ছে। বিশেষ করে আগামিকাল কিংবা আগামি এক সপ্তাহের আবহাওয়া কেমন যাবে তা জেনে নিয়ে কাজকর্ম শুরু করে থাকেন অনেকে। আবহাওয়ার এই আগাম তথ্য জানার সুবিধার কারনে এখন ঘুর্ণিঝড়ের ক্ষতির পরিমাণও কমে এসেছে। কৃষকের মাঠ থেকে শুরু করে এসিঘরের কার্যকলাপের মধ্যেই আবহাওয়ার আগাম খবর রাখা হচ্ছে।
এ লেখাটি যদি সংরক্ষণ করে রাখেন তাহলে মেহেরপুর আবহাওয়া সব খবর পাবেন।
আরও পড়ুন মুজিবনগর সরকার
আবহাওয়া আপডেট নিউজ
সুপ্রিয় পাঠক, আবহাওয়ার তথ্য এখন গুরুত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন কাজের ক্ষেত্রে। তাই আপনাদের সুবিধার্থে আমরা নিয়মিত মেহেরপুর আবহাওয়া আপডেট নিউজ দিচ্ছি। এ নিউজের মাধ্যমে আপনি যেমনি মেহেরপুর জেলার আবহাওয়ার তথ্য পাচ্ছেন তেমিন সারা দেশের এবং সারা বিশ্বের তথ্যও পাবেন। আমরা যে ওয়েব সাইট থেকে এ তথ্যগুলো সংগ্রহ করেছি সেটি খুব ভালো তথ্য দেয়। মেহেরপুর জেলার আবহাওয়ার তথ্য জানার পাশাপাশি সারা দেশের আহবাওয়ার তথ্য জানার প্রয়োজন হলে সুত্র লেখার উপরে ক্লিক করতে পারেন। সেখানে আবহাওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন। আশা করি আপনাদের প্রতিদিনের প্রয়োজনীয় আবহাওয়া আপডেট তথ্য পাবেন এখানে।
আসুন জেনে নেওয়া যাক মেহেরপুর জেলার আবহাওয়া আপডেট নিউজ
০৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মেহেরপুর আবহাওয়া তথ্য নিম্নরুপ:
৭ জুলাই বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০º এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। এ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা ৮০%।
৮ জুলাই শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা আগের দিনের মতই ৮০%।
৯ জুলাই শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগের দু’দিনের মতেই ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। বজ্রঝড় হতে পারে। বৃষ্টির সম্ভাবনা গেল দু’দিনের চেয়ে কমে ৪৫% দাঁড়িয়েছে।
১০ জুলাই রবিবার পবিত্র ঈদুল আযহা। নামাজ আদায় শেষে কোরবানির জন্য সবাই প্রস্তুতি নিবেন। তাইতো আবহাওয়া কেমন যাবে তা জানা জরুরী।
ঈদের দিন অন্যান্য দিলের তুলনায় আহবাওয়া বেশ ভালো থাকবে। একবার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। তাছাড়া দিনের তাপামাত্রা আগের দিনগুলোর মতই সর্বোচ্চ তাপমাত্রা ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা ৪২%।
১১ জুলাই সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা ঈদের দিনের চেয়ে প্রায় দ্বিগুন বেড়ে ৮০% দাঁড়িয়েছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস।
১২ জুলাই মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮º ডিগ্রি সেলসিয়াস। বজ্রপাতাসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৪২%।
১৩ জুলাই বুধবার সারাদিন মেঘলা আকাশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের সম্ভাবনা ৫৫%।
১৪ জুলাই বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। সরাদিন থেমে থেমে হালকা পাতলা বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা ৪০%।
১৫ জুলাই শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। কয়েক জায়গায় বজ্রসহ বৃষ্টি একবার। বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০%।
১৬ জুলাই শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। বজ্রসহ হালকা বৃষ্টিপাত। বৃষ্টির সম্ভাবনা ৫৫%।
১৭ জুলাই রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৩º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হতে পারে কয়েকবার। বৃষ্টিপাতের সম্ভাবনা ৫৮%।
১৮ জুলাই সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৩º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। কয়েকটি এলাকায় বজ্রপাতসহ হালকা বৃষ্টি একবার। বৃষ্টির সম্ভাবনা ৪৩%।
১৯ জুলাই মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। কয়েকটি এলাকায় বজ্রপাতসহ হালকা বৃষ্টি একবার। বৃষ্টির সম্ভাবনা ৪৩%।
২০ জুলাই বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা ২৯%।
২১ জুলাই বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। সামান্য বৃষ্টি হতে পারে বজ্রপাতসহ। বৃষ্টির সম্ভাবনা ৪০%।
২২ জুলাই শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬º ডিগ্রি সেলসিয়াস। কিছু কিছু জায়গায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৫৫%।
২৩ জুলাই শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৩º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬º ডিগ্রি সেলসিয়াস। কয়েকবার হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৫৮%।
২৪ জুলাই রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। সারাদিন মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা ২৯%।
২৫ জুলাই সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬º ডিগ্রি সেলসিয়াস। সামান্য বৃষ্টিপাত। বৃষ্টির সম্ভাবনা ৫৫%।
২৬ জুলাই মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫º ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত সামান্য হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৫৭%।
২৭ জুলাই বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬º ডিগ্রি সেলসিয়াস। বেশ রোদ থাকবে। আকাশে তেমন মেঘ থাকবে না।বৃষ্টির সম্ভাবনা ২০%।
২৮ জুলাই বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬º ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির সম্ভাবনা ২৯%।
২৯ জুলাই শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬º ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের মতো আকাশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির সম্ভাবনাও একই ২৯%।
৩০ জুলাই শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩৪º ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭º ডিগ্রি সেলসিয়াস। সামান্য বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ২৯%।
যেকোন সময় আপনার আবহাওয়ার খবর জানার প্রয়োজন হতে পারে। মেহেরপুর আবহাওয়া খবর নিয়মিত জানার জন্য এই লেখাটি সেভ করে রাখুন। মাঝে মাঝে রিফ্রেশ করলেই আপডেট তথ্য পেয়ে যাবেন।
মেহেরপুর জেলার অবস্থান
দেশের ক্ষুদ্রতম জেলা মেহেরপুরের আয়তন ৭১৬.০৮ বর্গ কিলোমিটার। জেলাটি : ২৩º৩৬ˊ থেকে শুরু হয়ে ২৩º৫৮ˊ উত্তর অক্ষাংশ পর্যন্ত। পূর্ব দ্রাঘিমাংশ হচ্ছে ৮৮º৩৩ˊ থেকে ৮৮º৫৩ˊ।
মেহেরপুর জেলার উত্তর পূর্বদিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর ও মিরপুর উপজেলা। দক্ষিণে চুয়াডাঙ্গা জেলা। পশ্চিম দিকে দীর্ঘ এলাকাজুড়ে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত।
প্রধান নদনদী হচ্ছে ভৈরব, মাথাভাঙ্গা, কাজলা ও ছেউটিয়া। এছাড়াও অনেকগুলো খালবিল রয়েছে।
৩টি উপজেলা, ২টি পৌরসভা ও ২০টি ইউনিয়ন পরিষদ রয়েছে মেহেরপুর জেলায়। মেহেরপুর আবহাওয়া খবর জানার পাশাপাশি জেলার ভৌগলিক অবস্থান জানাও প্রয়োজন।
মেহেরপুর সদর উপজেলা
মেহেরপুর সদর উপজেলায় ৫টি ইউনিয়ন থাকলেও সম্প্রতি তা ভেঙ্গে দু’টি বৃদ্ধি করা হয়েছে। মেহেরপুর জেলা সদরে রয়েছে একটি পৌরসভা। প্রথম শ্রেণির মেহেরপুর পৌরসভা দেশের প্রাচীন পৌরসভার মধ্যে একটি। মেহেরপুর পৌরসভা গঠিত হয় ১৮৬৯ সালে।
মুজিবনগর উপজেলা
১৯৭১ সালে বৈদ্যনাথতলা আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এদিন থেকে জায়গাটির নামকরণ করা হয় বঙ্গবন্ধুর নামে। মুজিবনগর উপজেলায় ইউনিয়নের সংখ্যা ৪টি।
গাংনী উপজেলা
এ উপজেলাটি জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা। এখানে দ্বিতীয় শ্রেণির একটি পৌরসভা এবং ৯টি ইউনিয়ন রয়েছে।
কৃষিক্ষেত্রে এখন আবহাওয়া খবর জানা খুব জরুরী। আবহাওয়া বিবেচনায় কৃষকরা চাষাবাদ কার্যক্রমের সিডিউল করে থাকেন। এছাড়াও অন্যান্য পেশার মানুষ পেশাগত কারণে আবহাওয়ারে আগাম খবর নিয়ে যাত্রা করে থাকেন। মেহেরপুর আবহাওয়া খবর জেলার মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে বলে বিশ্বাস করি।