মেহেরপুর আমদাহ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যুব মহিলা লীগের সমাবেশ।
এম চোখ ডটকম,মেহেরপুর: সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আমদহ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ রেহেনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুতশোভা মন্ডল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কাজী শহিদুল হক, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশ আলি টোকন প্রমুখ বক্তব্য রাখেন। এই সময় সেখানে উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হীরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম নিজন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।