292
মেহেরপুর গড় পুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরের গড় পুকুরের পানিতে ডুবে পানু খাতুন নামের( ৮৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার বিকালের দিকে তার মৃত্যু । পানু খাতুন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আব্দুর রশিদের স্ত্রী।
জানা গেছে, বিকালের দিকে পানু খাতুন মেহেরপুর শহরের গড় পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি হঠাৎ করে পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।