মেহেরপুর জেলায় সর্ব প্রথম পূর্ণমন্ত্রীর সম্মানে ফরহাদ হোসেন
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর জেলার ইতিহাসে মন্ত্রী পরিষদে প্রথম জায়গা করে নেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। গেল পাঁচ বছর বিচক্ষণতার সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে সফল দায়িত্ব পালন শেষে জয় করেছেন শেখ হাসিনাকে। এবার তার উপহার স্বরুপ ফরহাদ হোসেন পেলেন পূর্ণমন্ত্রীর চেয়ার। তাও আবার জনপ্রশাসনের মত গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ। এ সংবাদের মেহেরপুর জেলাজুড়েই বইছে আনন্দের বন্যা।
একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আর দীর্ঘদিন ধরেই সেই মন্ত্রণালয়টি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নিজের কাছে । আর সেই দপ্তরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আস্থাভাজন হিসেবে জায়গা করে নেওয়া ব্যক্তিকে নিজের মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর করে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব দিলেন। যা প্রথম রাজধানী ঐতিহাসিক মুজিবনগরের প্রতি সম্মান বলেও মনে করছেন এলাকার মানুষ।
গেল রাতে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগর, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শাহানা ইসলাম শান্তনা, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, কাথূলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলাইন ছেপু, সাবেক ছাত্রনেতা মুকুল, নাহিদ, রেজা, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতা জামিরুল ইসলাম টিক্কাসহ মেহেরপুর ও গাংনীর বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় তারা জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সাক্ষাত করেন ।