মেহেরপুর জেলার বারাদী ইউনিয়নে উলামা-তলাবা পরিষদের কমিটি গঠন
এম চোখ ডট কম, বারাদী প্রতিনিধিঃ
মেহেরপুর জেলার বারাদী ইউনিয়নে উলামা-তলাবা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সকাল ৯ ঘটিকায় কলাইডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে ওলামা-তলাবা পরিষদের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের শুরুতে হাফেজ তাওফিকুর রহমানের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্টানের সুচনা করা হয়।
অনুষ্টান পরিচালনা করেন মাওলানা আশ্রাফুল ইসলাম।
অনুষ্ঠানে উলামায়ে কেরামগণ জ্ঞানগর্ভ আলোচনা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। বারাদী ইউনিয়নের সিংহাটি গ্রামের কৃতি সন্তান ও চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সম্মানিত সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী সাহেব সকল উলামা – তলাবাদের উদ্যশ্যে কিছু দিকনির্দেশনা মূলক আলোচনা পেশ করে উক্ত পরিষদের সকলের মতামতকে সামনে রেখে যোগ্য ও কাজ করতে পারে এমন মুরুব্বি ও নবীন আলেমদের নিয়ে একটি পূর্ণ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুফতি জুনাইদ আল হাবিব দাঃ বাঃ, মাও: হারুনুর রশিদ দা: বা:, মাও: খায়রুল বাশার দা: বা:, মাও: আনছারুদ্দিন দা: বা:, মাও: মনিরুল ইসলাম দা: বা:, মুফতি শরিফুল ইসলাম দা: বা:।
আরও সম্মানিত প্রবীন উলামায়ে হজরত।
বারাদী ইউনিয়নে উলামা-তলাবা পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ হলেন- সভাপতি
মুফতি জুনাইদ আল হাবিবী দা: বা:
সিনিয়র সভাপতি মাওলানা মনিরুল ইসলাম দা: বা:, সহ-সভাপতি: মাওঃ খায়রুল ইসলাম দা: বা: মুফতি মামুনুর রশীদ,,মুফতি ইন্তাদুল ইসলাম,
সাধারণ সম্পাদক মাওঃ মোফাজ্জেল হোসেন,
যুগ্ন-সাধারন সম্পাদক মুফতী তাওহীদ আদনান,
সাংগঠনিক সম্পাদক মাওঃ আশ্রাফুল ইসলাম,
অর্থ বিষয়ক সম্পাদক মুফতি নূর ইসলাম,
দফতর সম্পাদক :মুফতি আব্দুল গফুর,
সহঃ দফতর সম্পাদক মাও: হাবিবুল্লাহ,
প্রচার সম্পাদক মুফতি খাইরুল বাশার,
মিডিয়া সম্পাদক মুফতি আ: হালীম,
ফাতাওয়া বিভাগ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম,
সহকারী ফাতাওয়া বিভাগ সম্পাদক
মুফতি জসিমউদ্দীন।
শেষে উক্ত পরিষদের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা মাও: হারুনুর রশিদ সাহেব দোয়া মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।