মেহেরপুর জেলা জমায়াতের সাবেক আমীর আলহাজ্ব ছমির উদ্দীনের ইন্তেকাল
এম চোখ ডটকম, মেহেরপুর :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার সাবেক আমীর আলহাজ্ব ছমির উদ্দিন (৭৮) ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেহেরপুরের নিজ বাড়িতেই বার্ধ্যজনিত কারনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
পারিবারিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন পর গত শনিবার তিনি আমেরিকা থেকে মেহেরপুরে আসেন। এসেই জামায়াতে ইসলামী বাংলাদেশ এর দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি। দাম্পত্য জীবনে তিনি ৫ ছেলে ৪ মেয়ের জনক ছিলেন। আজ সকালে নিজ বাড়িতেই শ্রমিক কল্যাণ কার্যনির্বাহী কমিটির সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সকলকে বিদায় দিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ শরীরিক অবস্থা খারাপ হলে তাঁকে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। আইসিইউতে নেওয়ার পর তিঁনি শেষ নিঃশ্বাস করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশের ক্রসফায়ার নাটকে নিহত হন।
আলহাজ্ব ছমির উদ্দীনের মৃত্যুতে জামায়াতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর জেলা শাখাসহ অঙ্গসহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে শোকময়।
আলহাজ্ব ছমির উদ্দিনকে বলা হয় মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর স্তম্ভ। জেল জুলুম ও নানা রকম নির্যাতন সহ্য করেও সুদীর্ঘ সময় থেকে তিনি জামায়াতের বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন।
আজ রাত ৮.৩০ মেহেরপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে পাশেই পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হবে।