মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী সাবেক ছাত্র নেতা আব্দুস সালাম
এম চোখ ডট কম, ডেস্ক:
মেহেরপুর জেলা পরিষদের নতুন চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা অ্যাড. আব্দুস সালাম। আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী ৬১ ভোটের ব্যবধানে সাবেক চেয়ারম্যানকে পরাজিত করেছেন। আজ সোমবার দুপুরে ভোট গণনা শেষে বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়।
আব্দুল সালাম (কাপ-পিরিচ) ১৭৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দী সদ্য সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম রসুল (আনারস) পেয়েছেন ১১৫ ভোট। এ নির্বাচনে তিনটি উপজেলায় তিনটি ভোট কেন্দ্রে ১৩২ জন ভোটারের মধ্যে শতভাগ ভোট পোল হয়েছে।
আব্দুস সালাম কাপ-পিরিচ প্রতীকে ১৭৬ ভোটের মধ্যে সদর ভোট কেন্দ্রে ৫৬ ভোট, গাংনী ভোট কেন্দ্রে ৮৪ ভোট এবং মুজিবনগর কেন্দ্রে ৩৬ ভোট পেয়েছেন।
একমাত্র প্রতিদ্বন্দী গোলাম রসুল আনারস প্রতীকে ১১৫ ভোটের মধ্যে মেহেরপুর সদর ভোট কেন্দ্রে ৪৮ ভোট, গাংনী ভোট কেন্দ্রে ৪৮ এবং মুজিবনগর ভোট কেন্দ্রে ১৯ ভোট পেয়েছেন।