মেহেরপুর জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা
সোহাগ মন্ডল, এম চোখ ডট কম, মুজিবনগর :
মুজিবনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২১ জুলাই) সকালে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অল্প কিছুদিন দায়িত্ব পালনকালে প্রায় সকলের মনজয় করা এই জেলাপ্রশাসককে আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা দিচ্ছেন জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মুজিবনগর উপজেলা প্রশাসনের এ অনুষ্ঠানে ফুল, ক্রেস্ট আর বিভিন্ন প্রকার উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের হাতে। মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম বদলি হয়ে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। মেহেরপুরে তারঁ স্থলাভিষিক্ত হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব শামীম হাসান।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার অনিমেষ বিশ্বাস। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেলে, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমানরবি সহ উপজেলা কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন :
রোববার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী
মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন দিলারা আফরোজ