মেহেরপুর জেলা রোভার স্কাউটসের উদ্যোগে বৃক্ষ রোপণ
রফিকুল ইসলাম বকুল :
বাংলাদেশ স্কাউটস প্রধান জাতীয় কমিশনারের সারা দেশে অনুশাসন ৫০ লক্ষ বৃক্ষ রোপনণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা মেহেরপুর জেলা রোভার স্কাউটসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটস সভাপতি শামীম হাসান এ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ, জেলা রোভারের কমিশনাার ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সহ সভাপতি নুরুল আহমেদ, সম্পাদক ফররুখ আহমদ উজ্জ্বল, জেলা রোভারের কোষাধ্যক্ষ রফিকুল আলম বকুল, ডিআরএসএল আনোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন, সহকারী কমিশনার ওয়াজেদুল ইসলাম, জাহির হোসেন চঞ্চল, ওয়াহিদুজ্জামান টিটু, বিএটিবি এরিয়া ম্যানেজার এ এস এম কামাল, সিনিয়র রোভার মেট বাদশা খানসহ জেলা রোভার এর কর্মকর্তা ও রোভার স্কাউটস এর সদস্যবৃন্দ।
মেহেরপুর জেলা রোভার স্কাউটস সদস্যরা ২ হাজার গাছের চারা বিতরণ করবে বলে জানা গেছে। বৃক্ষ রোপন কর্মসূচির শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুর জেলা রোভার স্কাউটস এর সিনিয়র রোভার মেট বাদশা খান ও অনিক হাসান জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করায় জেলা রোভারের পক্ষ থেকে তাদেরকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। জেলা রোভার স্কাউটস সভাপতি শামীম হাসান রোভার স্কাউটস লিডার ও রোভারদের উদ্দেশ্যে বলেন, আপনারস ভাল ও পজিটিভ মানসিকতা দেশের ভাল মানুষ তৈরিতে বিশেষ ভুমিকা পালন করে। আপনারা দেশের কৃতিসন্তান। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আপনারা কাজ করেন। যারা রোভার করে তারা মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত ও সকল প্রকার খারাপ কাজ থেকে দুরে থাকে। তিনি বলেন, সত্যিকারের ধর্মচর্চা, সংগীত চর্চা ও সাহিত্য চর্চায় যারা নিয়োজিত থাকেন তারা কোন খারাপ কাজ করতে পারেনা বা করেনা। তিনি রোভার স্কাউটস সদস্যদের দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।