মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা
এম চোখ ডট কম, ডেস্ক:
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মেহেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটির তালিকা বৃহস্পতিবার প্রকাশ হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক গাংনীর আরিফুল ইসলাম সোবাহান সভাপতি ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন সাধারণ সম্পাদক হয়েছেন।
এর আগে ১০ জুলাই মেহেরপুর সামসুজ্জোহা পার্কে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে কমিটি গঠন না করেই ঢাকা ফিরে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আংশিক অনুমোদিত কমিটিতে সহ সভাপতি পদ রয়েছে ১১টি। সভাপতি পদে প্রতিদ্বন্দীতাকারী সোয়েব রহমান, জোসিউর রহমান বকুল ও দেলোয়ার হোসেন মিঠু সহ সভাপতি পদ পেয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা বাঁশবাড়ীয়া গ্রামের আব্দুস সামাদ সোহাগকে সহ সভাপতি পদে আনা হয়েছেন। এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিশান সাবের, কামাল হোসেন জুয়েল, তারিফুল ইসলাম জীবন, আশিকুর রহমান, সায়েক রহমান শিশির, আলাউদ্দীন ও মোঃ মাসুদ সহ সভাপতি পদ পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতাকারী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন উছাইদ আলী ও শফিকুর রহমান পলাশ।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এ আংশিক কমিটিকে আগামি ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত মেহেরপুর জেলা কমিটির সভাপতি আরিফুল ইসলাম সোবাহান ও সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনসহ কমিটির অন্যান্য সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন : মেহেরপুরের ওসি ফিরোজ ও তার স্ত্রী ইভার কারাদণ্ড কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা