মেহেরপুর ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাথে মালিকদের সম্পর্ক ছিন্ন
এম চোখ ডটকম,মেহেরপুর:
মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি এসএম আকিব ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন বাবুসহ শ্রমিক কর্তৃক ট্রাক মালিকদের লাঞ্চিত এবং অবৈধভাবে সংগঠনের নামে চাঁদা তোলার প্রতিবাদ জানিয়েছে জেলা ট্রাক মালিক গ্রæপ। আজ রোববার বেলা এগারটার দিকে গ্রæপের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন মালিক গ্রæপের সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি গোলাম রসুল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।
লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক বলেন, ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা হয়েছে। একই সাথে আন্তঃজেলা ট্রাক ও ট্রাকলরী কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে আজ থেকে ট্রাক চলাচলের ঘোষণা দেয়া হয়।