মেহেরপুর ডিবি পুলিশের সফল অভিযানে ভুয়া পুলিশ আটক
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে সোহেল রানা (৩২) নামের এক ভুয়া পুলিশ সদস্য আটক হয়েছে। সেই সাথে পুলিশের পোশাক, ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।গতকাল সোমবার (১৩ মার্চ) বিকালে মেহেরপুর ডিবি ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার শাকেরদাহ গ্রামের উত্তর পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল রানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগ আছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান,
ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানাধীন শাকেরদাহ উত্তর পারা থেকে সোহেল রানা নামের এক প্রতারককে আটক আটক করা হয়েছে। সেই সাথে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানাধীন চুয়াডাঙ্গা আবশিক হোটেলের ২০৭ নং রুম হয়ে পুলিশের পোশাক, ভুয়া আইডি কার্ডসহ অনান্য সামগ্রী উদ্ধার করা হয়। এর আগে গত ১০ মার্চ মেহেরপুর সদর থানার এস আই সুৃমন পরিচয় দিয়ে প্রতারক সোহেল রানা উপজেলার বারাদী গ্রামের সবুজ আলীর মটরগ্যারেজ থেকে একটি পালসার মোটরসাইকেল চালিয়ে দেখার নাম করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সবুজ আলী মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোহেলর রানা ওরফে সুমন আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।