এম চোখ ডট কম:
মেহেরপুর সরকারী কলেজ থেকে একটি কষ্টি পাথর উদ্ধার করেছে কলেজ কতৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে কলেজ ভবনের সামনে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেল কষ্টি পাথরটি মাটির মধ্যে থেকে উঠে আসে। পরে কষ্টি পাথরটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মেহেরপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক নাহিদ আনদালিব জানান, ভবনের সামনে সৌন্দর্যবোর্ধনের জন্য চাষের সিদ্ধান্ত নেন কলেজ কতৃপক্ষ। পরে ট্রাকটর দিয়ে চাষ করতে গেলে লাঙ্গলে ফালে কষ্টি পাথরটি উঠে আসে। সেটি পরিষ্কার করে দামি কোন পাথর বলে সন্দেহ করেন কলেজ কতৃপক্ষ। কলেজ অধ্যক্ষের সিদ্ধান্তে পাথরটি নেওয়া হয় শহরের বেশ কয়েকটি জুয়েলারির দোকানে। তারা জানান এটি কষ্টি পাথর। খবর দেওয়া হয় পুলিশ সুপার রাফিউল আলমকে। দুপুরে ঘটনাস্থলে আসে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারার নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় কষ্টি পাথর টি পুলিশের কাছে হস্তান্তর করে কলেজের অধ্যক্ষ।
কলজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার বলেন, দামি জিনিস হওয়ায় পাথরটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি শাহ দারা বলেন, পাথরটি হেফাজতে নেওয়া হয়েছে। যেহেতু এটি দামি একটি বস্তু। ফলে পাথরটি আদালতের হাজির করা হবে। বিচারকের নির্দেশ পেলে প্রত্মতত্ব অধিদপ্তরে কষ্টি পাথরটি হস্তান্তর করা হবে।
মেহেরপুর থেকে কষ্টি পাথর উদ্ধার
324