মেহেরপুর থেকে প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং থেকে হাতিয়ে নেওয়া টাকা ও চুরি হওয়া মোবাইল উদ্ধার
এম চোখ ডটকম,মেহেরপুর: : মেহেরপুরে প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং থেকে হাতিয়ে নেওয়া ৯৭ হাজার টাকা ও চুরি হওয়া ৪৭ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার রাফি উল আলম। অনুষ্ঠানে উদ্ধার হয় টাকা ও মোবাইল স্ব ম্ব মালিকের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার কামরুল আহসান, ডিবি পরিদর্শক সাইফুল ইসলামসহ ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে অনেক সময় ভুল নম্বরে টাকা চলে যায়। এছাড়াও প্রতারক চক্র সরল সোজা মানুষকে ভুল বুঝিয়ে হাতিয়ে নেয় টাকা। অন্যদিকে প্রায়ই মোবাইল চুরি ও মোবাইল হারানোর ঘটনা ঘটে। এসব বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ তা উদ্ধার করতে সক্ষম হয়।