308
মেহেরপুর দরবেশপুরে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র আহত
এম চোখ ডটকম,বারাদী: মেহেরপুর সদর উপজেলার দরবেশপুরে সড়ক দূর্ঘটনায় তিন মাদরাসা ছাত্র আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন দরবেশপুরে আলমসাধু ও মোটরসাইকেলের সাথে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার ভালাইপুর গ্রামের বজলু ছেলে মানিক (১৬) একই গ্রামের রাজ্জাকের ছেলে শাহাদত (১৬) ও দরবেশপুর গ্রামের মিজানুরের ছেলে তানভীর (১৬)। স্থানীয় সুত্রে জানা যায়, নতুন দরবেশপুর থেকে প্রাইভেট পড়ে বাড়ী যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে সজোরে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুরে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস দল তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে ।