এম চোখ ডটকম, মেহেরপুর :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা ও পুষ্প মাল্য অর্পন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার জেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনের সামনে থেকে বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় ভার্চুয়ালে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর -২ গাাংনী আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড মিয়াজান আলী, এড ইয়ারুল ইসলাম, আব্দুল মান্নান ছোট, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক এড ইব্রাহিম শাহীন , সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড খ.ম হারুন অর রশিদ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান মতিন, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
এর আগে সকালে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।