352
মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৌরসভার আয়োজনে
বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর পৌর সভার উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে মেহেরপুর পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমিউনিটি সেন্টারের সামনে থেকে ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, কাউন্সিলর আলপনা খাতুন, বস্তি উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুল হক প্রমুখ।