253
মেহেরপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান
তৌহিদুল ইসলাম তুহিন, এম চোখ ডট কম, মেহেরপুর:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান ও ডেঙ্গুরোধে সচেতনামূলক উঠান বৈঠক চলছে। চলমান এ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের ক্যাশবপাড়ায় মশক নিধন অভিযান ও ডেঙ্গুরোধে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেডিকেল অফিসার ডা. মো: ইনজামাম-উল-হক, ভুট্টো, মধু, জোহাসহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।