মেহেরপুর পৌরসভায় রিটন, তিন ইউপিতে নৌকা, একটিতে স্বতন্ত্র জয়ী
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর পৌরসভা নির্বাচনে মাহফুজুর রহমান রিটন বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। একই দিন চার ইউনিয়নের নির্বাচনে ৩টিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন অপ্রীতির ঘটনা ছাড়াই সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
বেসরকারি ফলাফলে জানা গেছে, মেহেরপুর পৌরসভায় নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১৫ হাজার ৪৬১ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দী সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারকেল গাছ) ৭ হাজার ৪৪৬ ভোট পেয়েছেন।
আরও পড়ুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে কে হচ্ছেন মেয়র ?
এদিকে চার ইউনিয়নের মধ্যে আমঝুপি ইউনিয়নে চেয়ারম্যঅন হিসেবে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৮ হাজার ৫২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী শফিকুল ইসলাম (ঘোড়া) ে ৭ হাজার ৪৬৫ ভোট পেয়েছেন।
পিরোজপুর ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুস সামাদ বাবলু বিশ^াস। তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। নৌকা প্রতীকে তিনি ৮ হাজার ৫৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুস সালাম (আনারস) পেয়েছেন ৬ হাজার ২১০ ভোট।
বারাদী ইউনিয়নে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি ৫ হাজার ৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আরমান আলী (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ৮৫৪ ভোট।
শ্যামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চশমা প্রতীকে তিনি ৬০০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বনদী হাসেম আলী (ঘোড়া) ৩ হাজার ২৩১ ভোট পেয়েছেন।
এদিকে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট প্রদান করতে পেরে ভোটার ও প্রতিদ্বন্দী প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান ও ওপেন ভোট প্রদানের হুমকি ছিল অনেক ভোটারের প্রতি। কিন্তু নির্বাচন কমিশনের কঠোরতায় পুলিশ ও প্রশাসন ব্যাপক তৎপরতার মধ্য দিয়ে সব হুমকি প্রতিহত করে। নজীরবিহীন সুষ্টু পরিবেশে একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন পরিষদের ৬৩ কেন্দ্রে পছন্দের প্রার্থীদের ভোট দেন বিভিন্ন বয়সী ভোটাররা।
আরও পড়ুন কুমিল্লায় অর্ধেক কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে নৌকা