মেহেরপুর পৌরসভা ও চার ইউপিতে প্রতীক বরাদ্দ ॥ প্রতীক পেয়েই মাঠ গরম করছে প্রার্থীরা
এম চোখ ডট কম, মেহেরপুর:
মেহেরপুর পৌরসভা ও মেহেরপুর সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা এখন জমজমাট। শুক্রবার (২৭ মে) প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক পেয়েই মাঠ গরম করছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। স্ব স্ব রির্টানিং অফিসার পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
মেহেরপুর পৌরসভায় প্রতীক বরাদ্দ
মেহেরপুর পৌরসভায় এবার ব্যতিক্রমী প্রতিদ্বন্দীতা হচ্ছে। বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন ও সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ছাড়া মেয়র পদে আর কোন প্রার্থী নেই। বর্তমান ও সাবেকের মধ্যে প্রতীক বরাদ্দের আগে থেকেই ভোট যুদ্ধ শুরু হয়েছে। গেল কয়েকদিনের মনস্তাত্তিক লড়াইয়ের পর এবার প্রতীক নিয়ে মাঠের যুদ্ধ শুরু হয়েছে।
বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। মেয়র পদে তিনি নৌকা প্রতীক নিয়েই লড়ছেন। গত নির্বাচনে তিন নৌকা প্রতীক নিয়ে বেশ বড় ব্যবধানেই বিএনপি প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেছিলেন। সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুর প্রতীক নারকেল গাছ। আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের পর তিনি ও প্রচারণা শুরু করেছেন। গত নির্বাচনে তার শোচনীয় পরাজয় হয়েছিল। দীর্ঘদিন পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে তিনি নিজেকে জনপ্রিয় মেয়র হিসেবে দাবি করে আসছেন।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, গত নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীর পাশাপাশি মোতাচ্ছিম বিল্লাহ মতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করেছিলেন। দলীয় প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দীতায় তিনি সুবিধা করতে পারেননি। এবার বিএনপি মাঠে না থাকায় আওয়ামী লীগ প্রার্থীর একমাত্র প্রতিদ্বন্দী তিনি। ভোটের মাঠেই দেখা যাবে তার জনপ্রিয়তা কেমন। এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভোটাররা।
আরও পড়ুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে সাবেক আর বর্তমান মেয়রের লড়াই
আগামি ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৫ হাজার ২০২ জন। এর মধ্যে ১৮ হাজারের উপরে নারী ভোট। গত নির্বাচনের মতই এবারও নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে কিছুটা বেশি।
মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর ও সরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ইতি বেগম বলপেন, আলপনা খাতুন জবা ফুল, দিল আফরোজ চশমাওমনোয়ারা খাতুন আনারস প্রতীক পেয়েছেন। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে শিউলি আক্তার জবা ফুল, ফিরোজা খাতুন চশমা, মোমেনা বেগম আংটি, বিলকিস আনারস, পলি অটোরিকশা, আফরোজা টেলিফোন, শারমীনা বলপেন ও খাদিজা বেগম দ্বিতল বাস প্রতীক পেয়েছেন এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে তৃতীয় লিংগের সীমা চৌধুরী জবা ফুল, হামিদা খাতুন চশমা ও রোকসানা আনারস প্রতীক পেয়েছেন।
এদিকে মেহেরপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মোয়াজ্জেম হোসেন টেবিল ল্যাম্প, মীর জাহাঙ্গীর আলম পানির বোতল, গোলাম ফারুক পাঞ্জাবি, রাজিব ডালিম ও রাশেদুজ্জামান উটপাখি প্রতীক পেয়েছে।
২ নম্বর ওয়ার্ডে সঞ্জয় কুমার সাহা উটপাখি, আল মামুন টেবিল ল্যাম্প, তপন কুমার পাঞ্জাবি, ওয়াসিম খান ব্ল্যাকবোর্ড, শফিকুল ইসলাম ডালিম ও ইয়াসিন আলি শামিম পানির বোতল প্রতীক পেয়েছেন।
৩ নম্বর ওয়ার্ডে ইনসান আলী টেবিল ল্যাম্প, শাকিল রাব্বি ইভান ডালিম, সৈয়দ আবু আব্দুল্লাহ পানির বোতল ও জাহাঙ্গীর আলম উটপাখি প্রতীক পেয়েছেন।
৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রহিম পানির বোতল, নুরুল ইসলাম ডালিম ও রিয়াজউদ্দিন উটপাখি প্রতীক পেয়েছেন।
৫ নম্বর ওয়ার্ডে হাসেম আল উটপাখি, এস এম আবুল হাসানাত পানির বোতল, শরিফুল ইসলাম টেবিল ল্যাম্প, আক্তারুল ইসলাম পাঞ্জাবি ও মোস্তাক আহমেদ ব্রিজ প্রতীক পেয়েছেন।
৬ নম্বর ওয়ার্ডে সৈয়দ মঞ্জুরুল হাসান পানির বোতল, শামীম রেজা টেবিল ল্যাম্প, বোরহানুল আজিম উটপাখি ও শাহিনুর রহমান পাঞ্জাবি প্রতীক পেয়েছেন।
৭ নম্বর ওয়ার্ডে এসএম ফিরোজুর রহমান পাঞ্জাবি, নুরুল আশরাফ রাজিব উটপাখি, মনিরুল ইসলাম পানির বোতল, ইলিয়াস হোসেন গাজর ও তারিকুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতীক পেয়েছেন।
৮ নম্বর ওয়ার্ডে খন্দকার শফিউল কবীর পাঞ্জাবি, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন ডালিম, এ কে শাকিল আহমেদ পানির বোতল, আব্দুস সাত্তার ব্রীজ, সাখাওয়াত হোসেন টেবিল ল্যাম্প, মতিয়ার রহমান গাজর, নাজমুল হাসান রানা ব্ল্যাকবোর্ড ও রিন্টু রহমান উটপাখি প্রতীক পেয়েছেন।
এছাড়া ৯ নম্বর ওয়ার্ডে সোহেল রানা পানির বোতল, মোহাম্মদ বিন হাশেম উটপাখি ও হামিদুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভার নির্বাচন। এদিকে এদিন প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হয়েছে।
মেহেরপুর পৌরসভার পাশাপাশি আমঝুপি, বারাদী, পিরোজপুর ও শ্যামপুর ইউনিয়নে ১৫ জুন অর্থাৎ একই দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমঝুপি ভেঙ্গে শ্যামপুর এবং পিরোজপুর ভেঙ্গে বারাদী ইউনিয়নের জন্ম হয়। বড় দু’টি ইউনিয়ন ভেঙ্গে বারাদী ও শ্যামপুর ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। ফলে জেলার অন্যান্য ইউনিয়ন পরিষদগুলো যথা সময়ে নির্বাচন হলেও এই চারটি ইউনিয়নে নির্বাচন হবে ১৫ জুন।
মেহেরপুর পৌর নির্বাচনের আরও খবর মেহেরপুর পৌরসভা ও ইউপি নির্বাচনে আপিল নিষ্পত্তি
বারাদি ইউপিতে প্রতীক বরাদ্দ
বারাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর পাশাপাশি বিদ্রেী স্বতন্ত্র ও জাসদ প্রার্থী রয়েছে। নব গঠিত এই ইউনিয়নের ইতিহাসে এটি প্রথম নির্বাচন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম (নৌকা), নুরু উস সাফা (মশাল), স্বতন্ত্র প্রার্থী আরমান আলী (ঘোড়া), হাসিবুল হাসান বাবু (চশমা), নুর ইসলাম (রজনীগন্ধা) ও সালে আল আজিজ টনিক পেয়েছেন আনারস প্রতীক।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে পুষ্পরানি (মাইক), সালমা (তালগাছ) , বিউটি (হেলিকপ্টার), শাহিনা (সূর্যমুখী ফুল),পারভীনা (বক)। সংরক্ষিত ২নং ওয়ার্ডে সাগরিকা (বক) , আজমিরা (মাইক), বুলবুলি (কলম), নুরজাহান (তালগাছ)। সংরক্ষিত ৩নং ওয়ার্ডে ফারজানা (বক), শাহনাজ (হেলিকপ্টার), খাদিজা (মাইক) , শামসুন্নাহার (তালগাছ) প্রতীক পেয়েছেন।
সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১নং ওয়ার্ডে মুক্তি (ফুটবল), মোস্তাফিজুর (টিউবওয়েল), খাকছার (বৈদ্যুতিক পাখা, কাসেদ (মোরগ), আসাদুল (তালা)। ২ নং ওয়ার্ডে ইমাম-উল-হক (মোরগ), আব্দুস সালাম (তালা), আশরাফুজ্জামান (ভ্যান গাড়ি), মোখলেসুর রহমান (বৈদ্যুতিক পাখা), শফি মীর (ফুটবল), শাহিন আলী (টিউবওয়েল) ।
৩ নং ওয়ার্ডে রিপন (ক্রিকেট ব্যাট), তারিকুল(মোরগ), আকরাম(তালা), রবিউজ্জামান বাবু (ফুটবল), শরিফুল ইসলাম (টিউবওয়েল)।
৪নং ওয়ার্ডে রিপন (ফুটবল), স্বাধীন (তালা), মুর্শিদকুলি মেঘা (মোরগ) প্রতীক পেয়েছেন।
৫নং ওয়ার্ডে সাইফুল (বৈদ্যুতিক পাখা), তাহাজ উদ্দিন (মোরগ), বেলাল উদ্দিন (তালা), কামরুজ্জামান (টিউবওয়েল), নজরুল ইসলাম (ফুটবল) । ৬ নং ওয়ার্ডে জাহাঙ্গীর (মোরগ), শফিকুর রহমান (তালা), শাকমান মোল্লা (ফুটবল)।
৭ নং ওয়ার্ডে মিজানুর রহমান (বৈদ্যুতিক পাখা), রফিকুল ইসলাম (ফুটবল), রেজাউল (টিউবওয়েল), কামাল (মোরগ), ইয়াদ শেখ (তালা) প্রতীক পেয়েছেন।
৮ নং ওয়ার্ডে সাইদুর (ভ্যান গাড়ী), শফিকুল (তালা), সোহাগ (বৈদ্যুতিক পাখা), জয়নাল (মোরগ), সিদ্দিক আজিজ বাবলু (ঘুড়ি), জাকির হোসেন (ফুটবল), হাফিজুর (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন । ৯ নম্বর ওয়ার্ডে এমদাদুল (তালা), জাহাঙ্গীর (ফুটবল), দেলোয়ার (মোরগ) ও সুলতান আলী (টিউবল) প্রতীক পেয়েছেন।
পিরোজপুর ইউপিতে প্রতীক বরাদ্দ
পিরোজপুর ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে তিন প্রার্থী ভোট যুদ্ধে আছেন। বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। গত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। এবারও তিনি দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন।
এছাড়াও আব্দুস সালাম (আনারস) ও আবু বক্কর সিদ্দিক (হাতপাখা) প্রতীক পেয়েছেন।
পিরোজপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ডে রাহেলা (তালগাছ) , ময়না (বক), শাহিনুর (সূর্যমুখী ফুল), ২ নং ওয়ার্ডে স্বপ্না (হেলিকপ্টার), মেমেদা (তালগাছ), শাজেদা (সূর্যমুখী ফুল), আশানুর (বই) , নাজেরা (বক), সালমা (মাইক), ৩ নং ওয়ার্ডে বৃষ্টি (বক), আমেনা (মাইক), হালিমা (হেলিকপ্টার), আল্লাদী (তালগাছ) ও পারভীনা (বই) প্রতীক পেয়েছেন।
সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে কাজেম আলী (টিউবওয়েল), শাহজাহান আলী (তালা), বাবলু মিয়া (ফুটবল), আনারুল ইসলাম (মোরগ) প্রতীক পেয়েছেন। ২ নম্বার ওয়ার্ডে কাবুল মন্ডল (ফুটবল), মন্টু বিশ্বাস (তালা), কালু মিয়া (টিউবওয়েল), শাহিদুল ইসলাম (মোরগ), ইমাদুল ইসলাম (বৈদ্যুতিক পাখা)।
৩ নং ওয়ার্ডে রাহিদুল (মোরগ), হাসান মুস্তাফিজুর রহমান (টিউবওয়েল), লালন বিশ্বাস (ফুটবল)। ৪নং ওয়ার্ডে অহিদুর রহমান ডাবলু (ফুটবল), রাজু আহমেদ (মোরগ) ও আদম আলী (টিউবওয়েল)।
৫ নং ওয়ার্ডে মেজবাউল হক (মোরগ), মারুফুল হোসেন (ফুটবল), ইকবাল এনামুল কবীর (টিউবওয়েল)। ৬ নং ওয়ার্ডে আসাদুল (ফুটবল), ও আসাদুল হক (মোরগ) ।
৭ নং ওয়ার্ডে মামলত (ভ্যান গাড়ী), হামিদুল (টিউবওয়েল), জামাত (আপেল), ইস্কান্দার (মোরগ), সফের (ফুটবল), আরজান (তালা), ফজলুর রহমান (বৈদ্যুতিক পাখা)।
৮ নং ওয়ার্ডে আনোয়ারুল ইসলাম (ফুটবল), জিয়ারুল (মোরগ)। ৯ নম্বর ওয়ার্ডে রাফিজ আলী (মোরগ), আলমগীর (ভ্যান গাড়ী), সফের আলী (বৈদ্যুতিক পাখা), আজিজুল (ফুটবল), আসাদুজ্জামান (টিউবওয়েল), তহিদুল ইসলাম (তালা) প্রতীক পেয়েছেন ।
আমঝুপি ইউপিতে প্রতীক বরাদ্দ
আমঝুপি ইউনিয়নে চেয়ারম্যান চেয়ারম্যান পদে চার জন প্রার্থী রয়েছেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু নৌকা প্রতীক পেয়েছেন। এছাড়াও চেয়ারম্যান পদে মডেল আসিফ আজিম (আনারস), সাইফুল ইসলাম (চশমা) ও শফিকুল ইসলাম (ঘোড়া) প্রতীক পেয়েছেন।
আমঝুপি ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ১ নং ওয়ার্ডে মঞ্জুয়ারা (মাইক), কাজলরেখা (তালগাছ), নিছারন (বক), বেলি খাতুন (সূর্যমুখী ফুল) প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত ২ নং ওয়ার্ডে মনোয়ারা খাতুন মনি (বক), ফিরোজা বেগম (তালগাছ), মেরিনা খাতুন (সূর্যমুখী ফুল), কামরুন নাহার (কলম), রাজিয়া খাতুন (মাইক) প্রতীক পেয়েছেন। ৩ নং ওয়ার্ডে সালমা খাতুন (মাইক), বুলবুলি (বক) ও কাজল রেখা (তালগাছ) প্রতীক পেয়েছেন।
এদিকে আমঝুপি ইউনিয়নের সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে আব্দুল মমিন (ঘুড়ি), কদর আলী (মোরগ), আমিনুদ্দীন (টিউবওয়েল), জমিরুল শেখ (আপেল), মনিরুজ্জামান (লাটিম), আকবর আলী (ভ্যান গাড়ী), আব্দুর রশিদ খান (তালা), তরিকুল ইসলাম (ফুটবল) ও হাফিজুর (বৈদ্যুতিক পাখা) প্রতীক পেয়েছেন।
২ নম্বর ওয়ার্ডে আরিফ হোসেন (মোরগ) ও শাহাবুদ্দিন (ফুটবল)। ৩ নং ওয়ার্ডে হাবিবুর রহমান (তালা), সিরাজুল ইসলাম (ফুটবল), আরিফুল ইসলাম (টিউবওয়েল) রাফিউল (মোরগ)।
৪নং ওয়ার্ডে মাহবুল হক (ভ্যান গাড়ী), সাদ আহমেদ (মোরগ), মিনারুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), জিয়াউর রহমান (ঘুড়ি), মকবুল হোসেন (পানির পাম্প), আনিসুর রহমান (ফুটবল), সাজিবুর (টিউবওয়েল), আলফাজ (তালা) ও মফিজুর (লাটিম) প্রতীক পেয়েছেন।
৫ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), সাখাওয়াত হোসেন (ফুটবল) ও আবুল কাশেম (মোরগ) প্রতীক পেয়েছেন।
৬ নং ওয়ার্ডে আতিয়ার রহমান (বৈদ্যুতিক পাখা), আরশাদ আলী (টিউবওয়েল), সুমন রেজা (ফুটবল) ও তৌফিকুল (তালা) প্রতীক পেয়েছেন।
৭ নং ওয়ার্ডে ওয়াহেদুজ্জামান (ফুটবল), শরিফুল ইসলাম (টর্চ লাইট), আব্দুল্লাহ (মোরগ), জাব্বারুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), শাহ আলম (তালা), তারিকুল ইসলাম (ঘুড়ি) ও মাসুদ (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ।
৮ নং ওয়ার্ডে আব্দুল মজিদ (মোরগ), জিয়াউর রহমান (তালা), মশিউর রহমান (ফুটবল), আবুল কাসেম (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ।
৯ নম্বর ওয়ার্ডে আলেক চাঁদ (আপেল), মনিরুল ইসলাম (মোরগ), সমজান আলী (ফুটবল), আসাদুল হক (তালা) ও তোফাজ্জল হোসেন (টিউবল) প্রতীক পেয়েছেন।
শ্যামপুর ইউপিতে প্রতীক বরাদ্দ
নবগঠিত শ্যামপুর ইউনিয়নের নির্বাচনে ইতিহাসে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ইতিহাস হয়ে থাকবে বলে জানিয়েছেন ভোটাররা। যেখানে দলীয় মনোনয়ন পেতে কতো কিছু করতে হয় সেখানে দলের মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস। একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় তিনি সরে গেছেন বলে মিডিয়াকে জানিয়েছিলেন।
আরও পড়ুন আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
শ্যামপুর ইউনিয়নে দলীয় প্রার্থী একজন। তিনি খিলাফত আলী। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি পেয়েছেন লাঙ্গল প্রতীক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দীতা করছেন তাদের কয়েকজন আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক। চেয়ারম্যান পদে আক্তার হোসেন (অটোরিকশা), মতিয়ার রহমান (চশমা), আবুল হাসেম (ঘোড়া), কামরুল হাসান (আনারস), আব্দুল বারী (ঢোল) ও নয়ন হাবিব (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।
শ্যামপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ডে আসমা খাতুন (বক), রুপালি খাতুন (তালগাছ), কাকলী খাতুন (জিরাফ), সিমা খাতুন (মাইক) প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত ২ নং ওয়ার্ডে ফজিলা খাতুন (মাইক), মনোয়ারা খাতুন (বক), সোনিয়া আক্তার (তালগাছ) প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে আরিফা খাতুন (মাইক), নাশেদা আক্তার (বক), নাজমা আক্তার (তালগাছ), ফাহিমা খাতুন (সূর্যমুখী ফুল) ও মাজেদা খাতুন (জিরাফ) প্রতীক পেয়েছেন।
শ্যামপুর ইউনিয়নে সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে জহুর আলী (তালা), এস এম ইকবাল (ঘুড়ি), আব্বাস উদ্দীন (টিউবওয়েল), সলেমান (মোরগ), চাঁদ আলী (ফুটবল), আলমগীর হোসেন (বৈদ্যুতিক পাখা) প্রতীক পেয়েছেন।
২নং ওয়ার্ডে রবিউল ইসলাম (মোরগ), আনারুল ইসলাম (তালা), মোয়াজ্জেম হোসেন (ফুটবল), আব্দুল হান্নান (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।। ৩ নং ওয়ার্ডে আব্দুল আজিজ (মোরগ), শহিদুর রহমান (টিউবওয়েল), একরামুল হক (ফুটবল) প্রতীক পেয়েছেন।
৪নং ওয়ার্ডে তরিকুল ইসলাম (আপেল), শামিম রেজা (মোরগ), সবুজ জোয়ার্দার (বৈদ্যুতিক পাখা), সুজন জোর্য়াদ্দার (ঘুড়ি), আব্দুর রাজ্জাক (তালা), তারিক (ফুটবল), বাবুল হক (ক্রিকেট ব্যাট) ও আরিফুল (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ।
৫ নং ওয়ার্ডে আওলাদ হোসেন (ফুটবল), বদরুদ্দীন (টিউবওয়েল), ৬ নং ওয়ার্ডে রবিউল ইসলাম (ঘুড়ি), মতিয়ার রহমান (মোরগ), আবুল হাশেম (টিউবওয়েল), আব্দুস সালাম (ফুটবল), আবুল কালাম আজাদ (বৈদ্যুতিক ফ্যান), মজিবুর রহমান (তালা) প্রতীক পেয়েছেন।
৭ নং ওয়ার্ডে দুলাল হোসেন (তালা), রেজাউল হক (ভ্যান গাড়ী), মিজ্জাত হোসেন (ফুটবল), শহর আলী (টিউবওয়েল), মশিউর রহমান (মোরগ), ৮ নং ওয়ার্ডে কাজী মোফাজ্জেল (তালা), আবুল হোসেন (ক্রিকেট ব্যাট), কুতুবউদ্দিন (মোরগ), আমিরুল ইসলাম (ফুটবল), মিলন বিশ্বাস (ঘুড়ি), বাবুল আক্তার (টিউবওয়েল), শামীম হাসান (ভ্যান গাড়ী)।
৯ নম্বর ওয়ার্ডে আসাদুল হক (মোরগ), আশরাফুল ইসলাম (ক্রিকেট ব্যাট), মিজানুর রহমান (ফুটবল), সাইদুর রহমান (টিউবল)
প্রতীক পেয়েছেন।
মেহেরপুর জেলা নির্বাচন অফিসার আবু আনছার জানান, প্রতীক বরাদদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার সুযোগ পেয়েছেন। নির্বাচনী মাঠের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আরও পড়ুন নিয়মিত ডিম খেলে হৃদ্রোগের ঝুঁকি কমে